
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টানা ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। ইডি বেরিয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন সুজিত বসু। চারদিকে সুজিত বসু জিন্দাবাদ স্লোগান তোলেন কর্মীরা। ছেলে সমুদ্র বসুকে সঙ্গে নিয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী বলেন, "সকালে ছেলে ডেকে আমায় বলল ইডি এসেছে। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। আমি দলের সবাইকে বলব কোনোরকম অশান্তি যেন কেউ না ছড়ায়।সবাই শান্ত থাকুন।" জানা গিয়েছে, সুজিত বসুর বাড়ি থেকে তাঁর মোবাইল এবং বহু নথি নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমি একটা জরুরি বিভাগের মন্ত্রী। বারবার বলেছি, ফোনটা না নিতে। তা সত্ত্বেও ফোন নিয়েছে। যা যা জিজ্ঞাসা করেছে সব কিছুর উত্তর দিয়েছি।"
১৪ ঘণ্টা জেরার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন সুজিত বসু। তিনি বলেন, "ঘেউ ঘেউ করার জমি বিজেপি ওকে রেখেছে। কিছুদিন পর তাও সরিয়ে দেবে। অন্য কাউকে চোর বলার আগে নিজের মুখটা আয়নায় দেখুক। তোয়ালে জড়িয়ে টাকা নিয়েছে। শীতের পোশাক তৈরি রাখতে বলেছিল। আমি তৈরি রেখেছি, গঙ্গাসাগর যাচ্ছি চারদিনের জন্য। ফিরেও আসছি আবার।" পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকাল সাতটার কিছু আগে লেকটাউনে সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডি। সেখানে মন্ত্রীর দুটি বাড়ি রয়েছে। দুটিই ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বিকেলের দিকে দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুকে নিয়ে অন্য একটি বাড়িতে যান ইডি কর্তারা। প্রায় ১৪ ঘণ্টা তল্লাশির পর লেকটাউন থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১
ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের
কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক